আজ বৃহস্প্রতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের একজন এবং নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের২ জন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মোট করোনা আক্রান্ত রোগীর পরিমান ১৫ জন। ৩ জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসা্র ডা: সানজিদা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন পর্যন্ত ১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩০ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল বিকাল পর্যন্ত নতুন করে ১০০ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৯০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২১ জন। আইসোলেশনে আছেন ১১ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা আক্রান্ত ১৫ জনের মধ্যে ৮জনের বাড়ি আখাউড়া উপজেলায়। নাসিরনগর উপজেলায় ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২ জন, বাঞ্চারামপুর উপজেলায় ১ জন, নবীনগর উপজেলায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com