ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বৃহস্প্রতিবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. সানজিদা আক্তার জেলা সদরসহ বিভিন্নস্থানে ৩৪ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের পরিমান দাড়িয়েছে ২০৬ জনে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শনাক্ত হওযার আগে একজনের মৃত্যু হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া সিভিস সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে।
আরও পড়ুন: আখাউড়ায় উপর্সগ নিয়ে মৃত সেলিম ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত
সূত্র মতে, সর্বশেষ আসা ফলাফলে সদর উপজেলায় ২৪ জন, নবীনগর উপজেলায় ৩ জন, কসবা উপজেলায় ২ জন, নাসিরনগর উপজেলায় ২ জন, বিজয়নগর উপজেলায় ১ জন ও আখাউড়া উপজেলায় ২ করোনা পজেটিভ এসেছে। জেলায় আক্রান্ত ২০৬ জনের মধ্যে ৭২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com