ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | ৪:২২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা আক্রান্তের পরিমান বেড়ে দাড়িয়েছে ৩০৫ জনে।আজ মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা: সানিজদা আক্তার এ তথ্য জানিয়েছেন।


তিনি আরো জানান, আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রাপ্ত  রিপোর্টের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০ জন, আখাউড়া উপজেলায় ৪ জন, কসবা উপজেলায় ১০ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন এবং নাসিরনগর উপজেলায় ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসে মোট ৩০৫ জন আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন: আখাউড়ায় নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত

তিনি জানান, জেলায় আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ৭৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৬৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৬২৪ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ১৯৬ জন, এর মধ্যে জেলায় ১৮৯ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন। করোনা পরিস্থিতির জেলায় ৪ জন মারা যায়।

আরও পড়ুন: আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যবসায়ির জরিমানা

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!