আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার উজানচর গ্রামে। করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন তিনজন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানাগেছে।
এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪ এ দাঁড়ালো। যদিও সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে ৩২। কেননা, দুইজন জেলার বাইরে হওয়ায় স্থানীয় হিসেবে ধরা হয়নি। জেলায় মৃতের সংখ্যা ৩।
সিভিল সার্জন অফিস জানায়, আজ শনিবার পর্যন্ত করোনা সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ায় ৯১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৮১টির রিপোর্ট এসেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com