ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত

শুক্রবার, ২৯ মে ২০২০ | ২:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মী লোকসহ আরো ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পনের জন, আশুগঞ্জ উপজেলায় একজন, বিজয়নগর উপজেলায় একজন। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৩১ এ। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানাগেছে।


খোঁজ নিয়ে জানা গেছে,  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১৫ জনের মধ্যে রাধিকা একজন, পৌরসভার মধ্যপাড়ায় চারজন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, পীর বাড়ির দুইজন, কাজীপাড়ায় তিনজন, কলেজপাড়া একজন, মুন্সেফপাড়া একজন, ভাদুঘর একজন, সদর হাসপাতালে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী দুইজন আশগঞ্জ উপজেলার আলমনগর গ্রামে একজন ও বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামে একজন আক্রান্ত হয়েছে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা সরকারী চাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোলরুমের চিকিৎসক ডা. সানজিদা আক্তার জানায়, আজকে সিভিল সার্জন অফিসে রিপোর্ট এসেছে ৮৩ জনের। এর মধ্যে ১৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: আখাউড়ায় দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!