আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের দুইজন চিকিৎসকসহ ৭ জন, আখাউড়া উপজেলায় ৫ জন ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের ডা: সানজিদা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩ এ দাঁড়ালো। যদিও সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে ৩২। কেননা, জেলার এক বাসিন্দা ঢাকায় মৃত্যুবরণ করায় সেটিকে স্থানীয় হিসেবে ধরা হচ্ছে না। জেলায় ওই ব্যক্তি নিয়ে মৃতের সংখ্যা ৩।
জেলায় আক্রান্ত সবচেয়ে বেশি ১৪ জন আখাউড়াতে। এছাড়া সদরে ১ জন, সরাইলে ১ জন, বিজয়নগরে ৮ জন, নবীনগরে ২ জন, নাসিরনগরের একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে থাকা ১৪ জনের একজনও এখন পর্যন্ত সুস্থ হননি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com