ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আরও একজন করোনায় আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ২০ জন

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ৬:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আরও একজন করোনায় আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ২০ জন

আজ মঙ্গবার ব্রাহ্মণবাড়িয়ায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জেলার সরাইল নোয়াগাও ইউনিয়নের তেরকানদা গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের ডা: সানজিদা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।


এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আক্রান্তের সংখ্যা ২০ এ দাঁড়ালো। যদিও সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে ১৯। কেননা, জেলার এক বাসিন্দা ঢাকায় মৃত্যুবরণ করায় সেটিকে স্থানীয় হিসেবে ধরা হচ্ছে না। জেলায় ওই ব্যক্তি নিয়ে মৃতের সংখ্যা ৩।


জেলায় আক্রান্ত সবচেয়ে বেশি নয়জন আখাউড়াতে। এছাড়া সদরে একজন, সরাইলে একজন, বিজয়নগরে একজন, নবীনগরে একজন, নাসিরনগরের একই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে থাকা ১৪ জনের একজনও এখন পর্যন্ত সুস্থ হননি।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!