ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক ইজতেমা শুরু

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮ | ৬:০৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক ইজতেমা শুরু

বৃহস্পতিবার সকালে থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। এতে প্রায় লক্ষাধিক মুসল্লী অংশ নিয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার একাংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও-কালিসীমা ঈদগাহ মাঠে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।


ইজতেমায় আগত মুসল্লিদের জন্য তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ ৭০০ পানির ট্যাব, ৮টি পানির ট্যাংক ও ৮০০ টয়লেট ও ওজুর স্থান। ইজতেমা সফল করতে ২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।


জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, ইজতেমায় আগত মুসল্লীদের জন্য তিন ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। মুসল্লিদের আসা যাত্তয়ার জন্য রাস্তায় যাতে কোন ধরনের সমস্যা না হয় সে জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে।

সার্বিক নিরাপত্তার জন্য সাদা পোশাক ও পোশাক পরিহিত ৫৮০ জন ফোর্স নিয়মিত দায়িত্ব পালন করবে। ৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!