ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় আগ্নিয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯ | ১১:১৫ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আগ্নিয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ লোকমান হোসেন (২৮) নামে এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।


গতকাল বৃহস্পতিবার রাতে খাড়েরা ইউনিয়নের বুগুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লোকমান উপজেলার কালিকাপুর গ্রামের হুমায়ূন কবিরের ছেলে।


জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাতরা খাড়েরা ইউনিয়নের বুগুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকমানকে ১২ ইঞ্চি লম্বা একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!