ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি ও তিন হাজার ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ি আটক

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | ১০:২৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি ও তিন হাজার ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ি আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিদেশী রিভলবার, তিন রাউন্ড গুলি ও প্রায় তিন হাজার ইয়াবাসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ি আটক হয়েছে। বুধবার দিবাগত দেড়টায় উপজেলার ধরাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।


আটককৃতরা হলেন জয়নাল আবেদীন ওরফে বাবু (৩৭), মো: সাদেক মিয়া (২২) ও মো: আব্দুল্লাহ (২০)। তাদের সবার বাড়ি ধরাভাঙ্গা গ্রামে।


আজ বৃহস্প্রতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের।

তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ধরাভাঙ্গা এলাকায় বাবুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযান চলাকালে এই তিন শীর্ষ মাদক ব্যবসায়িকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি বিদেশী রিভলভার, তিনরাউন্ড গুলি, দুই হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করেছে তারা।

সংবাদ সম্মেলনে র‌্যাবের ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!