ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের পাশে তিন ভাই

শুক্রবার, ০৮ মে ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের পাশে তিন ভাই

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিন ভাই। উপজেলার গোকর্ণ গ্রামে ওই তিন ভাইয়ের অর্থায়নে আজ শুক্রবার ছয়শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিন ভাই হলেন, চিকিৎসক সৈয়দ ইসরার কামাল, উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল ও সোনালী ব্যাংক কর্মকর্তা সৈয়দ মো. শাহীন।


আজ শুক্রবার সকালে গোকর্ণ শিহাব আইডিয়াল কিন্ডার গার্টেন প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়, গরীব মানুষের মাঝে তাঁদের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেয়াঁজ, আলু ও সাবান দেয়া হয়।


খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ও অর্থপেডিকস বিশেষঞ্জ সার্জন ডা. ইসরার কামাল। এ সময় সৈয়দ জাকির হোসেন,  সৈয়দ মো. বাহার, সৈয়দ মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!