ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি তোলার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুন: আখাউড়ায় করোনা আক্রান্ত পরিবারসহ আশপাশের বাড়িঘর লকডাউন
দন্ডপ্রাপ্ত ইকবাল হোসেন(৩০) সদর উপজেলার উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গিয়াসউদ্দিনসহ সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com