ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কার কি ভূমিকা ছিল? তদন্ত করতে ৩ সদস্যের কমিটি

রবিবার, ১৯ এপ্রিল ২০২০ | ৪:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কার কি ভূমিকা ছিল? তদন্ত করতে ৩ সদস্যের কমিটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন বেড়তলার জামিয়া রাহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে শনিবার মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আল্লামা জুবায়ের আনসারীর জানাজায় লোক সমাগমের ঘটনা তদন্তে একটি তিন সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) কে কমিটির সভাপতি করা হয়েছে।


পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, তিন সদস্যের কমিটির অপর দুই সদস্য হলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)। কমিটিকে আগামী ২২ এপ্রিলের (৪ দিন) মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে পুলিশ সদর দফতর সূত্র জানায়, ইতোমধ্যে এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে মাওলানা আনসারীর মৃত্যুর পরই এমন লোক সমাগমের বিষয়টি আঁচ করা যাচ্ছিল। কিন্তু পরিস্থিতির এমন আশঙ্কা করলেও যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সরাইলের ওসি, সার্কেল এএসপি এবং একজন ইন্সপেক্টর (তদন্ত) প্রত্যাহার করা হয়েছে।

যদিও সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে মাওলানা আনসারীর জানাজায় জনস্রোত নামার বিষয়ে স্থানীয় পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। কিন্তু জানাজায় শরিক হওয়া থেকে মানুষকে নিবৃত করা সম্ভব হয়নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!