ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পাথরবাহী একটি ট্রাক থেকে ৬২০ পিস ভরাতীয় শাড়ি জব্দসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৮ অক্টোবর শনিবার সকালে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের রাজমনি হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আমিনুর রশিদ (৪২), জামাল হোসেন (৩৭) ও মো. শাহেদ (২০)। তাদের বাড়ি সিলেট ও যশোর জেলায়। রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এসময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৬২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি জব্দ করা হয়।
তিনি আরো জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে আনা শাড়িগুলো বাজারজাতের উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। শাড়িগুলোর বাজার মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় ট্রাকের তিন আরোহীকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com