ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় একটি দুধের ফ্রিজিং গাড়ি থেকে ২৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৯ অক্টোবর বুধবার সকালে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাঘমারা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি পুলিশ জানিয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাঘমারা গ্রামের একটি বালুর মাঠের সামনে একটি দুধের ফ্রিজিং গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় কৌশলে লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় গাড়ি থেকে। গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্ত থেকে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ ঘটনায় গাড়ির চালক জাকিরকে গ্রেফতার করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com