লিচুবাগান থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২৬ অক্টোবর রবিবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর এলাকার একটি লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কোহিনূর (২২) সে উপজেলার চম্পকনগর এলাকার সামসুল হকের মেয়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বিকালে লিচু বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com