গাঁজাসহ ভাই-বোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আজ ২০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোসা. আরিফা আক্তার (৩০) জেলার আখাউড়া উপজেলার রানীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ি এলাকার খুরশিদ আলমের মেয়ে ও তার ভাই কবির হোসেন (২৮)।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা সম্পর্কে আপন ভাই বোন। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com