ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | ৩:০৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। ১২ অক্টোবর রবিবার গভীর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ মোট ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।


পরে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এসআই (নি.) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই (নি.) মো. হাসান উদ্দিন, এএসআই (নি.) ইউসুফ গাজীসহ পুলিশের একটি দল বাঞ্ছারামপুরে অভিযান চালায়। এ সময় এজাহারনামীয় আসামি আবুল হোসেন (২৫), মো. সোহান (২৫) এবং সন্দেহভাজন আসামি আদিল (১৯), মো. রাসেল (৩৭) ও ফারুক মুন্সীকে (৩৪) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি লোহার কিরিচ, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার চাপাতি এবং ১টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এই সফল অভিযানের মাধ্যমে এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত চক্রের একটি বড় অংশকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!