ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-টাকাসহ দুই পলাতক আসামী গ্রেপ্তার

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | ৬:১৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-টাকাসহ দুই পলাতক আসামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নগদ টাকাসহ গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত একাধিক মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তারা হলেন, পৌর এলাকার ভাদুঘর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. অলিউল্লাহ (৬৬) এবং জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. কামাল মিয়া (৫৯)। যৌথবাহিনী প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের জমি সংক্রান্ত মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী মো. অলিউল্লাহকে গ্রেপ্তার করে।


একই সময়ে যৌথ বাহিনীর অপর একটি টিম জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও সন্ত্রাসী মো. কামাল মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার জিম্মা থেকে পাঁচটি রাম দা, তিনটি টেটা, দুইটি ছুরি, তিনটি বল্লম, ৪৫০ ইউরো, ১২২ ইউএস ডলার এবং নগদ ৭ লাখ ৩০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!