ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেফতার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | ৭:১৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি অবৈধ অস্ত্র (৪.৫ মি.মি. ভারতীয় এয়ারগান) এবং ৩৫০০ রাউন্ড অ্যামোনিশনসহ মো. গাজী শাহিন আলী (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ ১৫ অক্টোবর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা গ্রামের নিজ বাড়ি থেকে অবৈধ দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. গাজী শাহিন আলী হালকাটা গ্রামের গাজী আহম্মেদ আলীর ছেলে। যৌথবাহিনী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে যৌথ বাহিনী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে গাজী শাহিন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে।


অভিযানকালে গাজী শাহিন আলীকে অবৈধ দুটি অস্ত্র -(৪.৫ মি.মি. ভারতীয় এয়ারগান) এবং ৩৫০০ রাউন্ড অ্যামোনিশনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে স্থানীয় থানায় ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত গাজী শাহীন আলী এবং উদ্ধারকৃত অস্ত্র ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!