ব্রেকিং

x

ব্রাজিলে হলুদ জ্বরে ৮১ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮ | ৮:৫৯ পূর্বাহ্ণ

ব্রাজিলে হলুদ জ্বরে ৮১ জনের মৃত্যু

ব্রাজিলে হলুদ জ্বরে (ইয়েলো ফিভার) এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যুর পাওয়া গেছে। কেবল গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ২৮ জনের। আর ২০১৭ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ২১৩ জন এ জ্বরে আক্রান্ত হয়েছেন।


ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বমোট এক হাজার ৮০ জনের শরীরে এ রোগের জীবাণু শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৩২ জন চিকিৎসা নিয়েছেন এবং ৪ শতাধিক মানুষ এখনও চিকিৎসাধীন রয়েছেন।


ভাইরাসটি রিও ডি জেনিরো, সাও পাওলোর মতো ব্রাজিলের জনবহুল শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সরকার এর নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেয়। এ ভাইরাস বহনকারী নারী মশার মাধ্যমে হলুদ জ্বর ছড়ায়। এছাড়া বানরের শরীরেও ভাইরাসটি আক্রমণ করে। সুত্র: বাংলাদেশ প্রতিদিন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!