ব্রেকিং

x

বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি রাজনৈতিক বোমাবাজি করছে

বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১৮ | ১০:৩৯ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি রাজনৈতিক বোমাবাজি করছে

কসবা-আখাউড়ার সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাড: আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু দুদক আপিল করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করেন। এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই। আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন কালে তিনি এই সব কথা বলেন।


আইনমন্ত্রী আরো বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি যা বলছে তা রাজনৈতিক বোমাবাজি।


তিনি বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি (সংশোধনী) বর্তমানে মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। মন্ত্রী পরিষদে অনুমোদন হলে তা সংসদে উত্থাপন করা হবে।

আইনটি শুধু জামায়াতকে নিষিদ্ধ করার জন্য কি না সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো দল, সংগঠন বা ব্যক্তি যেই মানবতাবিরোধী হোক না কেন তাদের আইনের কাঠামোতে এনে বিচারের জন্য আইনটি সংশোধন হচ্ছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবির বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত একটি আইন রয়েছে। সে আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাই নতুন করে কোনো আইনের প্রয়োজন নেই।

পরে আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক,  যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন, আইন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা রহমান সরকার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মো. আব্দুল মোচ্ছাব্বির, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরস্কায়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার। বিকেলে মন্ত্রী হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরকে দেয়া নাগরিক সংবর্ধনায় নেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!