ব্রেকিং

x

বুথ সম্পর্ক অভিযান নিয়ে বিজেপি’র এক দিনের কর্মশালা

বুধবার, ১০ জানুয়ারি ২০১৮ | ১০:১৩ অপরাহ্ণ

বুথ সম্পর্ক অভিযান নিয়ে বিজেপি’র এক দিনের কর্মশালা

বুথ সম্পর্ক অভিযান নিয়ে এক দিনের কর্মশালা সংগঠিত করল বিজেপি। মঙ্গলবার ত্রিপুরারাজ্যের আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিস্তারক যোজনার অধীন বুথ সম্পর্ক অভিযান নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিস্তারক যোজনার অন্তর্গত এই বুথ সম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিজেপি’র রাজ্য প্রভারী শ্রী সুনিল দেওধর, আসামের সংগঠনমন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা সহ জেলা ও মন্ডল নেতৃত্ব। বিজেপি’র এই কর্মশালায় রাজ্যের নানান প্রান্ত থেকে দলীয় বিস্তারকরা অংশ নেয়। সূত্র: newsupdateoftripura.com



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!