হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৩২ লাখ টাকার পৌনে পাঁচ কেজি স্বর্ণসহ বিমান কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোস্তফা কামাল। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম স্বার্ণ উদ্ধারের পর তাকে আটক করে। আটক মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতা কর্মী।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বারের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা। প্রিভেনটিভ টিমের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদু্ল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে আটক করা হয়। পরে তাঁর পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com