ব্রেকিং

x

বিএনপি সারাদেশে আতংক ছড়িয়ে দেয়ার যড়যন্ত্র করছে-আইনমন্ত্রী

শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ | ১১:৪৯ পূর্বাহ্ণ

বিএনপি সারাদেশে আতংক ছড়িয়ে দেয়ার যড়যন্ত্র করছে-আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, নির্বাচনকে ঘিরে বিএনপি সারাদেশে আতংক ছড়িয়ে দেয়ার যড়যন্ত্র করছে। নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।


আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।


তিনি আরো বলেন, বিএনপির হেলমেট পড়া তথাকথিত সন্ত্রাসীরা পুলিশের গাড়ি ধ্বংস করেছে, আগুনে পুড়িয়েছে। আগুন সন্ত্রাস বিএনপির একটি পুরানো অভ্যাস।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আইনমন্ত্রীর পিও শফিকুল ইসলাস সোহাগ, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ,  ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন বেগ শাপলু ও যুবলীগ নেতা জুয়েল রানা প্রমুখ।
এর আগে আইনমন্ত্রী একদিনের সফরে ট্রেন যোগে আখাউড়া রেলস্টেশনে আসেন এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিভিন্ন খোজ খবর নেন। পরে তিনি কসবায় চলে যান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!