বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে -আইনমন্ত্রী আনিসুল হক
আইন , বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম,পি বলেছেন, বিএনপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মিথ্যাচার করেন না। যে কথা তিনি বলেছেন তাদের দূর্নীতি সম্বন্ধে, তা সকলেই জানে এবং প্রমাণিত। এখন তারা যা বলছেন তা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। শুক্রবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে কোন দেশের চেয়ে বাংলাদেশ উন্নয়নে অনেক এগিয়ে। সে কারণে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এসময় তিনি জনগণের কাছে বার্তা পৌছে দিয়ে বলেন, আপনারা বর্তমানে যে উন্নয়ন দেখছেন তার চেয়ে দ্বিগুণ উন্নয়ন হবে যদি জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহবায়ক আবুল কাশেম, সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, আখাউড়া মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শায়লা আক্তার বীথি প্রমুখ। মেলা পরিদর্শন শেষে মন্ত্রী প্রতিবন্ধীদের হাতে চেক তুলে দেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com