ব্রেকিং

x

বিএনপির আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলম গ্রেফতার

শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮ | ৯:৩৩ পূর্বাহ্ণ

বিএনপির আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলম গ্রেফতার

গ্রেফতার হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাজিম উদ্দিনের মহাখালীর ডিওএইচসের বাসা থেকে র‌্যাব-১ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারি ইসরাফিল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্যরা দুই নেতাকে র‌্যাব-১ কার্যালয়ের দিকে নিয়ে গেছে।


এর আগে বিকালে ঢাকা ফেরার পথে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে। নয়া পল্টনের কার্যালয় থেকে নির্বাহী কমিটির সভার পরিচয়পত্র সংগ্রহ করে কার্যালয়ে নিচ থেকে গ্রেফতার করা হয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে।


এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, নির্বিচারে একের পর এক নেতা-কর্মীদের পুলিশ গ্রেফতার করছে। এ ছাড়া নেতাদের বাসায় পুলিশ তল্লাশির নামে তান্ডব অব্যাহত রেখেছে।’ সুত্র: বাংলাদেশ প্রতিদিন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!