ব্রেকিং

x

বার কাউন্সিল নির্বাচনের শেষ দিনে আওয়ামী আইনজীবীদের ব্যাপক প্রচারনা

সোমবার, ১৪ মে ২০১৮ | ১:০৩ পূর্বাহ্ণ

বার কাউন্সিল নির্বাচনের শেষ দিনে আওয়ামী আইনজীবীদের ব্যাপক প্রচারনা

কাল সোমবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া আদালত প্রাঙ্গণ কেন্দ্রেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এদিকে আজ রোববার প্রচারনার শেষ দিনে সরকারীদলের আইনজীবীরা ব্যাপক প্রচারনা চালিয়েছেন। আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীরা দিনব্যাপী আদালত প্রাঙ্গণে সাদা প্যানেলের জন্য ভোট চেয়েছেন। দলীয় প্রার্থীদের পক্ষে গণসংযোগ, লিফলেট ও কার্ড বিতরণ করেছেন।


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবির পর বার কাউন্সিলে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। নির্বাচনকে ঘিরে আজ শেষ দিনেও আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের পক্ষে লিফলেট ও কার্ড বিতরণ করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী। তিনি দিনব্যাপী আইনজীবীদের সাথে মতবিনিময় করে সাদা প্যানেলের জন্য ভোট চেয়েছেন।

আজ  রোববার সাদা প্যানেলের পক্ষে দিনব্যাপী প্রচারনায় ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন এ্যাড. ইউসুফ হোসেন পিপি, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম লিটন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, সিনিয়র আইনজীবী এ্যাড, ওসমান গণি, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এ্যাড, তানভীর ভুইয়া, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ ভুইয়া বাদল, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড. লোকমান হোসেন, এ্যাড. মামুন ও এ্যাড এমদাদুল হক চৌধুরী প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!