আখাউড়া মোগড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে অংশ নিতে চান প্রয়াত গেদু মেম্বারের ছেলে মো: জায়েদ হাসান নিজাম। ইতিমধ্যে তার বাবার এলাকা এক নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন।
জায়েদ হাসান নিজাম জানান, আখাউড়া মোগড়া ইউনিয়নের ভবানীপুর, চরনারায়নপুর, দূর্জয়নগর ও ধনরাজপুর এলাকা নিয়ে গঠিত এক নম্বর ওয়ার্ড থেকে তার বাবা আব্দুল আউয়াল ওরফে গেদু মেম্বার একাধিক বার মেম্বার পদে নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। বাবার জায়গায় মেম্বার পদে জয়ী হয়ে তিনিও জনগণের সেবা করতে চাইছেন। জনপ্রতিনিধি হিসাবে সাধারন মানুষের জন্য কাজ করতে চাইছেন। বাবার জনপ্রিয়তা এবং নিজের ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে তিনি আগামী নির্বাচনে মেম্বার পদে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে ওয়ার্ডবাসীদের দোয়া কামনা করেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com