বিশ্বনাথে বাথরুমে রাখা দুটি বালতির ভেতর থেকে নাহিদ (৩) ও দেড় বছর বয়সী ওয়াহিদ নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে নিহতদের মা রনি বেগম স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
নিহতরা উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও গ্রামের কবির মিয়া ও রনি বেগম দম্পতির সন্তান।
স্থানীয় ইউপি সদস্য চমক আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে শিশুদের মা-ই তাদেরকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। খবর পেয়ে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করেছে।
এব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে মা-ই সন্তান দুটিকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। সুত্র: বাংলাদেশ প্রতিদিন
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com