ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৬২ বোতল ফেন্সিডিল ও ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার মরিচাকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে টিপু (৪৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৩৮)।
শনিবার (৬ জানুয়ারি) সকালে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের বসত বাড়ি থেকে ৩৯৫ পিস ইয়াবা ও ৬২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রির দায়ে টিপু ও তার স্ত্রী শিল্পী বেগমকে আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com