বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের দাবী তুলে ভারতের ত্রিপুরায় ’ফোরাম ফর প্রটেকশান অফ মাইনোরিটিজ ইন বাংলাদেশ নামে একটি সংগঠন প্রতিবাদ মিছিল করেছে। আজ রোববার ত্রিপুরার রাজধানী আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেছে। সংগঠনের সভাপতি সুবল কুমার দে মিছিল শেষে বাংলাদেশের সরকার প্রধানসহ ভারতের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার রাজ্যপালকে স্মারক লিপি প্রদান করা হয়েছে বলে জানান। আজ রোববার ভারত ত্রিপুরার অনলাইন স্যান্দন পত্রিকায় এ খবর প্রকাশ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনে এই সংগঠনের সহ-সভাপতি বিমান ধর, সম্পাদক পূর্ণেন্দু ক্লান্তি দাস প্রমুখ। মিছিল শেষে সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন, বাংলাদেশে যখনি সরকার বদল হয় সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়। এ থেকে মুক্তির দাবী করা হয় এই মিছিলে।
এদিকে বাংলাদেশের কিছু নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানাগেছে, ভারতের আসাম, হরিয়ানা ও উত্তর প্রদেশেসহ বিজেপি শাসিত ভারতের প্রদেশ গুলোতে প্রতিদিন যে পরিমান মুসলিম নির্যাাতনের মুখে পড়েছে, সরকার বদলের পর বাংলাদেশে এ পরিমানও সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্থ হয়নি। বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নেই বলেও তারা জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com