আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘বাংলাদেশকে দুর্বল রাষ্ট্র করার ষড়যন্ত্র বন্ধ হয় নি। শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল করছেন। আর যারা পাকিস্থানের পূজা করেন তারা এটা চায় না। তারা বিশ্বে প্রমাণ করতে চায় বাংলাদেশ একটা সন্ত্রাসী দেশ। শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি সন্ত্রাস পছন্দ করেন না।’
জাতির জনকের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, কাজী আজহারুল ইসলাম, মো. রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ফরহাদ হোসেন, কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক আফজাল হোসেন খান রিমন। শোক সভায় হাজার হাজার লোকের ঢল নামে।
শোকসভায় মন্ত্রী আরো বলেন, ‘ইনশাল্লাহ বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনা হবে। দুইজনকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে। আশা করি স্বার্থক হবে। তাদেরকে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকরা করা হবে।’
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com