ব্রেকিং

x

বয়স

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ৯:৪৭ অপরাহ্ণ

বয়স

-সুস্মিতা রায় (Susmita Roy)
বয়স
বয়স………..
একটু থাম না ,
চল আমার সনে ;
তোকে নিয়ে পাড়ি দেবো
হাজার যোজন পথ ,
বহুকালের ইচ্ছে ছিল
চড়বো মনোরথ l
পুষ্পাষনে বসবো আমি
রানির মতো করে ,
দ্রিম দ্রিম দ্রিম বাদ্যি বাজবে
তোকে আমায় ঘিরে l
বয়স…………
একটু থাম না ,
চল আমার সনে ;
তোকে নিয়ে পাড়ি দেবো
সোনালী অরণ্যে ;
যেথায় ভোরের শিশির
রাঙা পায়ে ঘাসের হৃদয় দলে ,
যেথায় ‘বউ কথা কও’ পাখিটাও
ঘোমটা মুখে চলে l
বয়স…………
একটু থাম না ,
চল আমার সনে ;
তোকে নিয়ে পাড়ি দেবো
অতীত – ভবিষ্যত ,
গুছিয়ে রাখা প্রশ্নগুলি
খুঁজবে এবার পথ l
যেথায় সবুজ স্মৃতি নূপুর বাজায়
আকাশ পানে চেয়ে ,
যেথায় জোছনা ভরা রাত্রি নাচে
আশার আলো নিয়ে ;



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!