সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু’ নিহত হয়েছেন বলে দাবী করেছে র্যাব। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুখপাড়া চরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত তিনজন বনদস্যু সুমন বাহিনীর সদস্য বলে র্যাব জানায়। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৮-এর পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৮-এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সূত্র: নয়াদিগন্ত
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com