ব্রেকিং

x

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আখাউড়ায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | ১১:৪২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আখাউড়ায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আখাউড়ায় সরকারী কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।


জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই স্লোগানকে সামনে রেখে এই মানববন্ধনে অংশগ্রহন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: মেজবা উল আলম, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা শিক্ষা অফিসার শওকত আকবর, মুক্তিযোদ্ধা জামসেদ শাহ, বাহার মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুলসহ উপজেলার সর্বস্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!