ব্রেকিং

x

প্রয়াত ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস

রবিবার, ২১ জানুয়ারি ২০১৮ | ৪:১২ অপরাহ্ণ

প্রয়াত ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস

কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলাকালীন আকস্মিক মৃত্যু হল ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাসের। বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর আচমকা মৃত্যুতে স্তম্ভিত সিপিএম নেতৃত্ব। সে কারণে সোমবার ত্রিপুরায় রাজ্য কমিটির বৈঠক, বিধানসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণার কাজ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।


আলিমুদ্দিন স্ট্রিটে কেন্দ্রীয় কমিটির বৈঠকে ত্রিপুরার হয়ে বক্তা ছিলেন এই বাম নেতা। আগরতলায় ফিরে গিয়ে দ্রুত রাজ্য কমিটি ও বামফ্রন্টের বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে। শনিবার দলীয় সতীর্থদের সঙ্গে কথাও বলেছিলেন। বৈঠক মিটে যাওয়ার পর রাতে ত্রিপুরার নেতারা ফিরে যান প্রিটোরিয়া স্ট্রিটের ত্রিপুরা ভবনে।


সিপিএম সূত্রে খবর, ভোর সাড়ে তিনটে নাগাদ পাশের ঘরে ত্রিপুরার প্রাক্তন সাংসদ বাজুবন রিয়াংকে বেল বাজিয়ে ডাকেন খগেন দাস। বলেন, তাঁর শরীর খারাপ লাগছে। বাজুবন আরও কয়েকজন নেতাকে খবর দেন। ত্রিপুরা ভবন থেকে অদূরে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তত ক্ষণে তাঁর লড়াই শেষ।

রবিবার সকালে পিস হাভেন-এ রাখা হয়েছে খগেন দাসের মরদেহ। এর পর নিয়ে যাওয়া হয়েছে আলিমুদ্দিনে। সেখানেই প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিকেলে দেহ নিয়ে  আসা হয় আগরতলায়। আগামী সোমবার আগরতলায় শোক মিছিলের পর শেষকৃত্য সম্পন্ন হবে। ত্রিপুরা সিপিএমের অন্যতম নেতা গৌতম দাসের মন্তব্য, কী ঘটে গেল বুঝতে পারলাম না। শোক জানানোর ভাষা নেই।’’

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!