ব্রেকিং

x

প্রিয়া সাহার নালিশ রাষ্ট্রদ্রোহ নয় : আইনমন্ত্রী

রবিবার, ২১ জুলাই ২০১৯ | ১০:৩৮ অপরাহ্ণ

প্রিয়া সাহার নালিশ রাষ্ট্রদ্রোহ নয় : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহা যে নালিশ জানিয়েছেন তা রাষ্ট্রদ্রোহ নয়, বরং এটা ছোট্ট একটি ঘটনা।


আজ রবিবার প্রিয়া সাহার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদনের পর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সময় ছাড়া বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। প্রিয়া সাহা তার ব্যক্তিগত ঈর্ষা চরিতার্থের জন্য এটা করেছেন। এত ছোট্ট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে, তা কখনোই মনে করি না।

তিনি বলেন, প্রিয়া দেশে ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও প্রধানমন্ত্রীর নির্দেশ প্রিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি করে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

-কালের কন্ঠ

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!