কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ ৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা।
আজ সকালে উপজেলার সাবরাং উপকূলীয় এলাকায় বিজিবি অভিযান চালায়। এসময় ওই ইয়াবাগুলো তারা জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি সূত্র।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। ধারণা করা হচ্ছে, বিজিবি’র অভিজানের ব্যাপারে আগে থেকেই টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ইয়াবাগুলো ফেলে পালিয়ে গেছে।’
সূত্র: নতুনবার্তা
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com