ব্রেকিং

x

প্রধান বিচারপতি করোনা আক্রান্ত নন : আইনমন্ত্রী

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | ৮:৫৯ অপরাহ্ণ

প্রধান বিচারপতি করোনা আক্রান্ত নন : আইনমন্ত্রী

দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুস্থ আছেন এবং তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘২৩ মে উনি করোনা পরীক্ষা করিয়েছিলেন, রিপোর্ট নেগেটিভ এসেছে।’


প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে বুধবার মন্ত্রী বলেন, ‘তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি কোভিড-১৯ আক্রান্ত নন।’
আরও পড়ুন: আখাউড়ায় উপর্সগ নিয়ে মৃত সেলিম ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত
এদিকে এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতি সুস্থ আছেন। পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে।’


‘সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়। গত দুদিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত একশ ফাইলে সই দেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই’,- বলা হয় বিবৃতিতে।

আরও পড়ুন: আইনমন্ত্রী করোনায় আক্রান্ত হয়নি, ফেসবুকে যে খবর ছড়ানো হয়েছে তা মিথ্যা

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!