সুপ্রিমকোর্টে অনিয়ম-দুর্নীতির কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলের দেয়া অভিযোগের বিষয়ে তদন্তের ব্যবস্থা করতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার বেলা ২টা ৩৫ মিনিট থেকে পৌনে এক ঘণ্টাব্যাপী প্রধান বিচারপতির সঙ্গে তার খাসকামরায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্টে দুর্নীতি-অনিয়ম নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের বিষয় নিয়েও কথা হয়েছে। অ্যাটর্নি জেনারেল সেদিন ফেলিসিটেশনের কথা বলেছেন। অনেক জ্যেষ্ঠ আইনজীবী সেটার সঙ্গে একমত পোষণ করেছেন। আমার বিশ্বাস যে বিচার বিভাগকে পরিচ্ছন্ন করতে আরো যেসব জায়গায় আপনার পদক্ষেপ নেওয়া উচিত, আপনি নেবেন বলে আমরা আশা করি।’
তিনি বলেন, ‘আমি প্রধান বিচারপতিকে বলেছি, এই অভিযোগগুলোর তদন্ত করার প্রয়োজন আছে এবং সবাই যেহেতু এক কথা বলছে আপনি তদন্ত করবেন বলে আমার বিশ্বাস।’
আইনমন্ত্রী বলেন, ‘নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেছি, আইন মন্ত্রণালয় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভা এই তিনটার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। আমি এবারো বলেছি, সেই সেতুবন্ধন অটুট রাখার জন্য আমার সহযোগিতার ঘাটতি কখনো হবে না।’
আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি, তাকে সহযোগিতা করতে আমাদের কী করণীয় সে নির্দেশনা আমি চেয়েছি এবং সহযোগিতার কথা বলেছি। তার নির্দেশনা পেলেই যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে নিশ্চয়ই সহযোগিতা করব।
বিচারক নিয়োগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা একটু অপেক্ষা করেন, খুব অল্প সময়ের মধ্যে বিচারক নিয়োগ হবে।’
এদিকে মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানেও আইনমন্ত্রী বলেছেন, বিচার বিভাগে নানা অনিয়ম নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কথায় সত্যতা আছে। সুত্র: যুগান্তর
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com