ইতিহাস সৃষ্টি করলেন টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। প্রথম বাংলাদেশী হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক। ১৫৪ বলে সেঞ্চুরি করেছেন মুমিনুল। পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কা দিয়ে এই অসাধারণ ইনিংস সাজিয়েছেন তিনি।
তার এই ঐতিহাসিক মুহূর্তটিতে পুরো বাংলাদেশ দল দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছে। তবে স্বাভাবিকই ছিলেন মুমিনুল। কোনো উচ্ছ্বাস নেই। শুধু ক্রিজের সঙ্গী লিটনের সাথে একটু উদযাপন!
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২১৪ বলে ১৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মুমিনুল। গড়েন রেকর্ডও। বাংলাদেশী কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম শতক। ৯৬ বলে ১৩ বাউন্ডারিতে অসাধারণ একটি ইনিংস খেলেছন তিনি। মুমিনুল দুই ইনিংস মিলিয়ে মোট রান করলেন ২৮১।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com