ব্রেকিং

x

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ত্রিপুরায় বাড়তি সতর্কতা

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮ | ৪:১৮ অপরাহ্ণ

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ত্রিপুরায় বাড়তি সতর্কতা

আগামীকাল শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫২ সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিলো। প্রতি বছরের মতো এবছরও যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি উদযাপিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে।
সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও দিনটি উদযাপিত হবে। তাই ত্রিপুরাতেও চলছে জোর প্রস্তুতি।
প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী আগরতলার সব গুরুত্বপূর্ণ এলাকা, বাসস্টেশন, রেলওয়ে স্টেশনসহ অন্য স্থানে পুলিশের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চলছে। আগরতলার পাশাপাশি রাজ্যের অন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানেও তল্লাশি চালানো হচ্ছে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!