ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে মামলার তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওমর ফারুক নামে এক পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদের ছোট ভাই রাসেল আহমদ (২৯) ও তার সহযোগী মো: খলিল (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আটক রাসেল আহমেদ সৌদি আরব প্রবাস থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরে বড় ভাই ছাত্রলীগের সভাপতি পদে থাকায় এলাকায় দাবড়ে বেড়াতো। মোটরসাইকেল নিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ালেও কেউ ভয়ে মুখ খুলে না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক একটি মামলার তদন্ত কাজে বাজার এলাকায় যান। এসময় রাসেল হাসপাতাল মোড়ে এএসআই ওমর ফারুকের মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞেস করেন, কেন এই মামলার তদন্তে ওই এলাকায় গেলেন। একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা এএসআই ওমর ফারুককে গলায় ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে কিল-ঘুষি মেরে পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় এএসআই ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় চলে যান।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সালাউদ্দিন চৌধুরী বলেন, এই ঘটনায় এএসআই ওমর ফারুক বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ায় মামলা দায়ের করেন। মামলায় শুক্রবার রাতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com