নবীনগর লহুড়ী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ দেশীয় পাইপগানসহ নিজাম উদ্দিন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
রোববার রাতে উপজেলা সদরের লহুড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।
নিজাম উদ্দিন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত আবদুল অলেক মোল্লার ছেলে।
নবীনগর থানার এসআই মো. আসলাম সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. নিজাম উদ্দিনকে দেশীয় পাইপগানসহ লহুড়ী এলাকা থেকে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে থানায় মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্রআইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com