ব্রেকিং

x

পরিবারকে শান্তনা দিতে আইনমন্ত্রীর বনানীর বাসায় প্রধানমন্ত্রী

বুধবার, ১৮ জুলাই ২০১৮ | ৫:৪১ পূর্বাহ্ণ

পরিবারকে শান্তনা দিতে আইনমন্ত্রীর বনানীর বাসায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় যান। আইনমন্ত্রীর বড় বোন সায়মা ইসলামের মৃত্যুতে তার পরিবারকে সান্ত্বনা দিতে বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রধানমন্ত্রী মরহুমার রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন।
এসময় আইনমন্ত্রী ছাড়াও তার মা, প্রয়াত সায়মা ইসলামের স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


রাজধানীর একটি হাসপাতালে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সায়মা ইসলাম (৬৫)।  তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!