ব্রেকিং

x

এতে বিভ্রান্ত না হতে দেশবাসীকে অনুরোধ করেছে প্রকল্প কর্তৃপক্ষ

পদ্ম সেতুর নিমার্ণ কাজে মানুষের মাথা লাগবে বলে গুজব ছড়ানো হচ্ছে

বুধবার, ১০ জুলাই ২০১৯ | ১১:১৭ অপরাহ্ণ

পদ্ম সেতুর নিমার্ণ কাজে মানুষের মাথা লাগবে বলে গুজব ছড়ানো হচ্ছে

পদ্মা সেতুর কাজে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানো হচ্ছে। এতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষ।


গতকাল এক বিজ্ঞপ্তিতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে  অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি একটি গুজব। এর কোন সত্যতা নেই। এমন অপপ্রচার আইনত দন্ডনীয় অপরাধ। এ ধরণের গুজবে  বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে তিনি অনুরোধ করেছেন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মুল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৯২টি শেষ হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ইতিমধ্যে ৩০টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪টি স্প্যান স্থাপন করা হয়েছে। যা এখন দৃশ্যমান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!