ব্রেকিং

x

পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনায় ভাসছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ৩:৫৭ অপরাহ্ণ

পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনায় ভাসছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনায় ভাসছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। উপজেলার সরকারী বেসরকারী অফিস, সামাজিক ও ধর্মীয় সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান অব্যহত রয়েছে। প্রতিদিন অন্তত ৫টি করে সংবর্ধনায় যোগ দিচ্ছেন তিনি। সংবর্ধনায় যোগ দিয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। বুধবার রাতে আখাউড়া শান্তিবন মহাশ্মশান কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে সংবর্ধনা দিয়েছেন। কমিটির সভাপতি হীরা লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি এ, কে এম শরীফুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী।


এদিকে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে সংবর্ধনা দিয়েছেন আখাউড়া ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লিমিটেড। সহকারী ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলার একাডেমির জীবন সদস্য মনির হোসেন, সাংবাদিক জালাল হোসেন মামুন প্রমুখ।


এদিকে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সংবর্ধনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে। এখানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম প্রমুখ।

আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে উপজেলার সরকারী বেসরকারী অফিস কর্মকর্তারা। এখানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি এ,কেএম শরীফুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!