পদন্নোতিপ্রাপ্ত আখাউড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন। আজ বৃহস্প্রতিবার এসজামান ফটোগ্রাফি.. নামক ফেসবুক আইডির সময়ক্রমে এই সংক্রান্ত একটি স্টাটাস থেকে এই তথ্য জানাগেছে।
স্টাটাসে তিনি উল্লেখ্য করেছেন, গত এক সপ্তাহ যাবত হবিগঞ্জ জেলার এডিএম হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের কিছু খন্ডচিত্রও তিনি এই স্টাটাসে প্রকাশ করেছেন।
সদয় নির্দেশনা প্রদান করে স্নেহ ও ভালোবাসার ছায়াতলে আবদ্ধ করায় হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহন করায় আখাউড়ানিউজের সম্পাদক ও আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নুরুন্নবী ভুইয়া অভিনন্দন জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com