নির্বাচনী প্রচারে বেরিয়ে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার (৬৩) মৃত্যু হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর মেলার মাঠস্থিত দলের রাজ্য কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর বিষয়টি জানান।
সম্মেলনে জানানো হয়, দলের সহকর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হয় ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ১৯ নম্বর চড়িলাম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থীত সিপিআই (এম) প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মা। এসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com